Loading..

প্রেজেন্টেশন

০৭ এপ্রিল, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ

ভাষা


শিক্ষক বাতায়নে বাংলা ব্যাকরণ বিষয়ের পর্যাপ্ত কন্টেন্ট না থাকাটা আমাকে এ-কাজে উৎসাহিত করেছে। আমার কন্টেন্টগুলো কারো কাজে লাগলে আমার শ্রম সার্থক হবে। কন্টেন্টগুলো বিশেষভাবে নবম ও দশম শ্রেণির জন্য প্রণীত তবে, অন্যান্য শ্রেণিতেও ব্যবহার করা যেতে পারে। অধিকাংশ স্লইডে Ekushey Azad ফন্ট ব্যবহার করলে দেখতে ভালো লাগবে।

এ-কন্টেন্ট থেকে শিক্ষার্থীরা-

ধ্বনি কী? কিভাবে ধ্বনি সৃষ্টি হয়? শব্দ কী? কিভাবে শব্দ সৃষ্টি হয়? বাক্য কী? কিভাবে বাক্য সৃষ্টি হয়? ভাষা কী? প্রভৃতি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবে।