Loading..

উদ্ভাবনের গল্প

০৭ এপ্রিল, ২০২০ ০৪:৩৪ অপরাহ্ণ

জেলা অ্যাম্বাসেডর হিসেবে আমাদের করণীয়

জেলা অ্যাম্বাসেডর হিসেবে আমাদের করণীয়

আমি জেলা অ্যাম্বাসেডর কথাটা শুনলেই মনে হয় আমার উপর একটা বিশাল দায়িত্ব অর্পণ করা হয়েছে আসলেইতো তাই জেলা অ্যাম্বাসেডরদের একটা বিশাল দায়িত্ব পালন করতে হয় অনেকে বলে থাকেন জেলা অ্যাম্বাসেডরদের কাজ হচ্ছে শুধু অফিসারদের পেলেই ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়া আবার একথাও শুনতে হয় যে কাজ নেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো আমি মনে করি আমরা যাঁরা জেলা অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করে যাচ্ছি তাঁরা এসব অগোছালো কথায় কান দেবেন না কারণ আমরা নিজের থেকেই জেলা অ্যাম্বাসেডর হওয়ার জন্য ফরম পূরণ করেছিলাম আমাদেরকে কেউ জেলা অ্যাম্বাসেডর হতে বাধ্য করেন নাই উদ্দেশ্য একটাই সেটা হলো বাংলাদেশকে আইসিটিতে এগিয়ে নেওয়া দেশের শিক্ষা ব্যবস্থায় একটা আধুনিকতার ছোঁয়া দেওয়া অর্থাৎ ডিজিটাল ক্লাসরুম নিশ্চিত করা তাই আমরা নিজ খরচে নেট কিনে নিজের পকেটের টাকা খরচ করে সরকারের বিভিন্ন প্রোগ্রাম যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের ইনহাউজ ট্রেনিং করিয়ে মাল্টিমিডিয়া ক্লাসে উৎসাহিত করে চলেছি আমরামাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায়২০১৮তে নিজ নিজ জেলাকে এগিয়ে নেওয়ার কাজে শিক্ষকদের আবেদন ফরম পূরণ করানো থেকে শুরু করে প্রতিযোগিতায় কিভাবে তাদের অংশ গ্রহণ নিশ্চিত করানো যায় সে জন্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে নিয়মিত সমন্বয় সভা করে সেই পরামর্শ মোতাবেক কাজ করে চলেছি বিশেষ করে আমি কুষ্টিয়া জেলার চিত্র তুলে ধরার চেষ্টা করছি যেখানে সারা বাংলাদেশে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য ফরম পূরণ করেছে প্রায় তিন হাজার পাঁচশত প্লাস কিছু শিক্ষক সেখানে আমাদের কুষ্টিয়া জেলায় মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা-২০১৮ তে অংশ গ্রহনের জন্য ফরম পূরণ করেছে পাঁচশত একত্রিশ জন আমরা এভাবে প্রত্যেকটি জেলাকে এগিয়ে নিতে পার, বদলে দিতে পারি সারা বাংলাদেশের তথাকথিত এনালগ ক্লাসের চিত্র তাহলে এটাকে অনেকে বলতেই পারেন যে, কাজ নেই নিজের খেয়ে বনের……ইত্যাদ,  ইত্যাদি তবে আমরা যাই করি না কেন এর জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি a2i কর্তৃপক্ষের নিকট কারণ ঊঁনারা আমাদের মতো অতি সাধারণ  শিক্ষকদের এই মহান কাজটি করার সুযোগ করে দিয়েছেন আর সেইসাথে ধন্যবাদ জানাচ্ছি আমার জেলা আমার অহংকার কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়কে, মান্যবর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে, ও জেলার  প্রত্যেকটি উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়দের কারণ উঁনাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার জন্য আমরা জেলা অ্যাম্বাসেডরগণ আমাদের জেলাকে এই পর্যন্ত এগিয়ে নিতে সক্ষম হয়েছি তাই আমরা যাঁরা জেলা অ্যাম্বাসেডরের দায়িত্বে নিয়োজিত আছি আসুন আমরা অন্যের কথায় কান না দিয়ে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় সেটা বাস্তবায়ন করতে আমরা আমাদের সাধ্যমত সহযোগিতা করে যায় তাহলে অচিরেই আমরা সেই কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাই ntv-র সেই কথা দিয়েই শেষ করতে চায়, যদি লক্ষ্য থাকে অটু্ট,‌ বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে আজ এ পর্যন্তই আবার লেখবো অন্য কোন এক সময় ধন্যবাদ সকল জেলা অ্যাম্বাসেডরদের, ধন্যবাদ শিক্ষক বাতায়নের সাথে সংশ্লিষ্ট সকলকে সেইসাথে  আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি a2i কর্তৃপক্ষকে

মোহাঃ জহুরুল ইসলাম

প্রভাষক- ভূগোল বিভাগ

নুরুজ্জামান বিশ্বাস কলেজ

আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া

মোবাইল নং-০১৭১৮-৭৩২৩৮২