Loading..

খবর-দার

০৭ এপ্রিল, ২০২০ ১১:৫৮ অপরাহ্ণ

করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধ।

প্রত্যেক সেবাগ্রহনকারীর সাথে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও কাশি শিষ্টাচার নিয়ে কথা বলুন

·         হাঁচি কাশি দেয়ার সময় টিস্যু দিয়ে বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে রাখুন, ব্যবহার করা টিস্যু কোন ঢাকনা যুক্ত পাত্রে ফেলে দিন এবং হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন

·         হাঁচি-কাশি বা জ্বর আছে এমন ব্যক্তিদের থেকে অন্তত ১ মিটার (৩ ফিট) দূরত্ব বজায় রাখুন

·         হাঁচি-কাশি বা জ্বর আছে এমন ব্যক্তিদের সেবা প্রদান না করে নিন্মলিখিত ফোন নম্বরে যোগাযোগ করতে বলুন

·         অপরিষ্কার হাতে চোখ-নাক-মুখ স্পর্শ করবেন না

·         টাকা/ পয়সা হাত দিয়ে ধরার পরে সাবান-পানি দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ফেলুন