Loading..

ভিডিও ক্লাস

০৮ এপ্রিল, ২০২০ ০৯:৪৫ অপরাহ্ণ

Chuhar High School (দৈনিক সমাবেশ শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করে চুহড় উচ্চ বিদ্যালয়,পায়রাবন্দ,মিঠাপুকুর,রংপুর।)

দৈনিক সমাবেশ শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করে চুহড় উচ্চ বিদ্যালয়,পায়রাবন্দ,মিঠাপুকুর,রংপুর।আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’—আমাদের জাতীয় সংগীত। আমাদের এক অস্তিত্বের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ২৫ লাইনের এই গানের ১০ লাইনকে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতীয় সংগীত গাওয়ার কিছু নিয়ম-কানুন রয়েছে। দেশে জাতীয় সংগীত বিধিমালা রয়েছে। ১৯৭৮ সালে বিধিমালা প্রণয়ন করা হয়। বিধিমালা মেনেই জাতীয় সংগীত গাইতে হয়।