Loading..

প্রকাশনা

১০ এপ্রিল, ২০২০ ০৪:০০ অপরাহ্ণ

"মর্ডাণ ছাত্র"

মর্ডাণ ছাত্র
       লেখক- মহিউদ্দীন

মডার্ন ছাত্র কলেজ চলে,
ফিট ফাট স্মার্ট।
পড়াশুনা হোক না হোক,
এখন ছেলের কলেজ ইয়ার।

একশ টাকার টিফিন খাওয়ার,
বিশ টাকার ভাড়া।
নইলে ছেলের কলেজ যেতে,
মন দেয়না সাড়া।

কলেজ থেকে বাড়ি ফিরে,
মাকে দেয় চাপ।
তাড়াতাড়ি খাবার দাও,
যেতে হবে ক্লাব।

সন্ধার সময় বাড়ি ফিরে,
বাবাকে বুঝায় একা।
জিন্সের প্যান্ট ইসকিন শার্ট,
নইলে মোর কলেজ করা দায়।

রাস্তা দিয়ে চলে ছেলে,
ধুমছে ছিগারেট ফুঁকে।
ইভটিজিং এর চেষ্টা করে,
ভদ্র মেয়ে দেখে।

পরীক্ষার আগে ঘুরে মাথা,
রাত্রি জাগায় সার।
নোটের পাতা পকেটে পুরে,
দেখায় কলমের ধার।

রেজাল্টের দিন রোল নম্বর নাই,
মাথায় পড়ে বাঁজ।
স্যারদের ঘাড়ে দেয় দোষ,
পড়াবেনা একদম----

কি করে হবে শুনি পাশ???

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি