Loading..

প্রকাশনা

১০ এপ্রিল, ২০২০ ০৪:০৫ অপরাহ্ণ

"টেডির যুগ"

    টেডির যুগ
--------------------------
        লেখক.... মহিউদ্দীন

কলি কালের একি হাল,
নিয়তির এই দিনালয়।
রাস্তা দিয়ে চলতে গেলে,
চোখ ঘুরাতে লজ্জা হয়।

মায়ের পরনে ছেড়া কাপড়,
শত তালি দিচ্ছে তাই।
বৌয়ের গায়ে ছিল্কের শাড়ি,
চোখে চশমা,ব্লাউজ গায়।

বাস মটরে উঠলে পরে,
পুরুষ লোকের জায়গা নাই।
পাতলা কাপড় পইরা মেয়ে,
পুরুষের গায় ঠেস লাগায়।

হাত কাটা ব্লাউজ গায়,
পরনের কাপড় পাতলা চাই।
শর্ট কামিজ পইরা মেয়ে,
উড়না ছাড়াই চলতে চায়।

ধর্মীও পোষাক কিনতে গেলে,
স্বামীর কাছে চোখ রাঙ্গাই।
সংসার ভাঙ্গার ভয়ে,
টেডির পোষাক কিনতে হয়।

প্রধাণমন্ত্রী মেয়ে মানুষ,
বিরোধী দলেও পুরুষ নাই।
মেয়ে মানুষের আইন ভাই,
পুরুষের সমান অধিকার চাই।

চাকরির বেলায় মেয়েদের কৌটা,
পুরুষের কৌটার বালাই নাই।
নারী নির্যাতন কোর্ট বসেছে,
পুরুষ নির্যাতন কোর্ট কোথায়?

সংরক্ষিত মহিলা আসন,
পুরুষের বেলাই সেটাও নাই।
মেয়ে মানুষের আইন ভাই,
পুরুষের সমান অধিকার চাই।

খোদার কাছে প্রার্থনা মোর,
রক্ষা করো দয়াময়।
টেডির যুগের নিয়ম নীতি,
আর যেন না সইতে হয়।

,,,,,,,,,,,,,,,সমাপ্তি,,,,,,,,,,,,

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি