Loading..

নেতৃত্বের গল্প

১২ এপ্রিল, ২০২০ ০৯:৩৪ অপরাহ্ণ

স্বপ্নের বিদ্যালয় গড়ি

আমি ২০১৮ খ্রীঃ এর সেপ্টেম্বর মাসে গোপালহাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি । যোগদান করেই বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার তৈরী করি এবং লাইব্রেরী রুমের সংস্কার করি যা এখন খুবই চমৎকার । সেখানে প্রতি সপ্তাহে আমাদের শিক্ষার্থীরা বই পড়ে পঠন দক্ষতার উন্নয়ন সাধন করে। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণিতে ০৪টি কর্নার করে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ব্যবস্থা করি যা আগের তুলনায় অনেক আকর্ষনীয়। আমার বিদ্যালয়ের ০৪টি বিল্ডিং এর ০৩টি বিল্ডিং ডেকোরেশন করি পাঠ সংশ্লিষ্ট ছবির মাধ্যমে। অফিস রুম ডেকোরেশন করি যা আগের তুলনায় অনেক ভালো। মাননীয় সচিব মহোদয়ের নির্দেশনা মোতাবেক ওয়ান ডে ওয়ান ওয়ার্ড এর ওয়ার্ড দিয়ে প্রতিটি শ্রেণিকক্ষ সাজানো আছে। ফুলের টব দিয়ে বারান্দা সাজানো আছে যা আমি আসার পরে করা হয়েছে।  আমি বিদ্যালয়ে যোগদান করে বিদ্যালয়ের ২০১৯ খ্রীঃ এর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল বিগত বছরগুলোর তুলনায় অনেক ভালো । ১১ জন জিপিএ-৫ পেয়েছে  এবং ০৭ জন বৃত্তি পেয়েছে, যা আগে এই স্কুল খেকে কখনও পায় নাই। ভবিষ্যতে আরও  ভালো করার চেষ্টায় আছি । সীমানা প্রাচীর হলে চারিদিকে ফুলের বাগান দিয়ে সাজানোর পরিকল্পনা আছে, শ্রেণিকক্ষগুলো সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা আছে। আমার বিদ্যালয়কে সুন্দর , পরিচ্ছন্ন, সবুজ ও আকর্ষনীয় বিদ্যালয়ে পরিণত করতে চাই ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরো দেখুন