Loading..

প্রকাশনা

১৫ এপ্রিল, ২০২০ ১১:৩৩ পূর্বাহ্ণ

করোনা

আমাদের ছোট নদী
করোনায় মেশে যদি

.............................

আমাদের ছোট নদী
চলে বাঁকে বাঁকে,
করোনার নাম শুনে
বিশ্ববাসী কাঁপে ।।

পার হয়ে যায় গরু
পার হয় গাড়ি,
করোনার দৌলতে
ঠিকানা আজ বাড়ি ।।

চিক চিক করে বালি
কোথা নাই কাদা,
লকডাউনে বেরানো
একেবারে বাধা ।

কিচিমিচি করে সেথা
শালিকের ঝাঁক,
ঘরে থাকো ঘরে থাকো,
সবাই দিচ্ছে হাঁক।

আর পরে আম বন
তালবন চলে,
স্বাস্থ্যকেন্দ্রে যাও তুমি
কাশি, শ্বাসকষ্ট হলে ।

তীরে তীরে ছেলে মেয়ে
নাহিবার কালে,
মাস্ক পরে বেরুবে
ইমার্জেন্সী হ'লে ।

সকালে বিকালে কভু
নাওয়া হলে পরে,
সপরিবারে থাকো সবে
বাড়ীর ভিতরে ।

বালি দিয়ে মাজে থালা
বাসনগুলো মাজে '
স্বাস্থ্য বিধি মেনে চলো
সবাই সকল কাজে ।

আষাঢ়ে বাদল নামে
নদী ভরো ভরো ।
হ‍্যান্ডসেক ছেড়ে ভাই
সালাম করো ।

মহাবেগে কলকল
কোলাহল ওঠে,
ঘোরাঘুরি করো না কো
অযথা রাস্তাঘাটে ।

দুই কূলে বনে বনে
পড়ে যায় সাড়া,
করোনায় আতঙ্কিত
শহর নগর পাড়া ।

সতর্ক থাকো সবাই
এই সংকটকালে,
লকডাউন না মানলে
দূঃখ আছে কপালে ।।

ধৈর্য্য ধরে থাকলে ঘরে
ফল পাবে নিশ্চয়,
বাংলাদেশ পথ দেখাবে
আমরা করবো জয় ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি