Loading..

খবর-দার

১৬ এপ্রিল, ২০২০ ০২:১৫ পূর্বাহ্ণ

শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল

রাজশাহী বিভাগীয় ICT4E অ্যাম্বাসেড়দের  ZOOM Video Conference মিটিং।অধ্যক্ষ সুরাইয়া সুলতানা ম্যাডাম, ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ,পাবনা এর আহবানে উক্ত মিটিং শুরু হয় ১৫ এপ্রিল ২০২০ ইং তারিখ রাত ৮টায়। রাজশাহী বিভাগের ৮টি জেলার অ্যাম্বাসেড়রবৃন্দ মিটিং এ অংশগ্রহণ করেন। অনলাইন স্কুল তৈরি সহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রায় ৪০ জন শিক্ষক মিটিং এ অংশগ্রহণ করেন। এটুআই থেকে সবার প্র্রিয় স্যার  মোহাম্মাদ করিব হোসেন স্যার ও অভিজিৎ সাহা স্যার কথা বলেন। দুজন স্যার  দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ কথা বলেন। সবাই কাজ করতে খুবই আগ্রহী। রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, আহম্মেদ হুসাইন স্যার অনলাইন স্কুলের কাজ শুরু করে দিয়েছেন। দু-একদিনের মধ্যে শুরু হবে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল।