Loading..

প্রকাশনা

১৬ এপ্রিল, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ

রহস্যময় COVID-19

রহস্যময় COVID-19

সময়ের সাথে সাথে সভ্যতা হয় উন্নত,

জন্ম নেয় নতুন নতুন প্রযুক্তি ।

এরই সাথে জন্ম নেয় -নতুন কিছু রহস্য ,

জানা নেই তার থেকে মুক্তির ।

একবিংশ শতাব্দীতে

এসেছে নতুন রুপে এক রহস্য

নাম COVID-19 /করোনা ।

পুস্পের ন্যায় গঠন যদিও

মুলত মৃত্যুর দূত,

যাকে ধরে সে,কেড়ে নেয় প্রান,

দেয়না বোঝার ফুসরত ।

হাত থেকে হাতে

হাঁচি,কাশি বা লালা,

অন্য কোন সংস্পর্শে -চলে যায় সে

এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ।

 একটু অসাবধানতা

তৈরি করে লাশের মিছিল ,

 কয়েক ঘন্টায় জনপদ হয়ে যায় মৃত্যুপুরী ।

এসো তাই মোরা হই সচেতন,

রুখতে হবে “করোনাকে “ সময়ই এখন ।

বার বার ধুতে হবে হাত,

অপ্রয়োজনে বাহিরে না যাক,

সময় দেই প্রিয়জনে ।

জামায়েত আর টি স্টল

এড়িয়ে চলি সযতনে ।

অনিয়ন্ত্রিত জীবনযাপন করি পরিহার ।

ডঃ এর পরামর্শগুলি মেনে চলি ,

পরিবার ও দেশের সেবায় আংশগ্রহন করি ।

সচেতনতা শুরু হোক

তোমার আমার ঘর থেকে ,

COVID-19 এর থাবা থেকে রক্ষা করবো

মোদের এই প্রিয় বাংলাকে ।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি