Loading..

খবর-দার

২০ এপ্রিল, ২০২০ ১০:৩৫ পূর্বাহ্ণ

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ


*****করোনার প্রভাবে আগেই কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। অন্যদিকে সপ্তাহ বাদে শুরু হবে পবিত্র রজমান মান। নতুন করে চিন্তা শুরু হয়েছে সাহরীতে কি খেয়ে রোজা রাখবেন কিংবা ইফতারই বা করবেন কি দিয়ে। অপরদিকে ত্রাণ বিতরনে চলছে চরম অনিয়ম, দলীয়করন আর প্রতিদিন ধরা পড়ছে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত চাল, ডাল, তেল আর নিত্য প্রয়োজনীয় চোর। এ পরিস্থিতি থেকে উত্তোরনের একমাত্র উপায় ত্রাণ বিতরনে নির্দলীয়করন। এ ক্ষেতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালনে করতে পারে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যলয়ে কর্মরত শিক্ষক সম্প্রদায়। গ্রামের নিম্নবিত্ত, নিম্ন- মধ্যবিত্ত, মধ্যবিত্ত সম্পর্কে ভালো ধারনা আছে শিক্ষকের। এ লক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি, ম্যানেজিং কমিটি, শিক্ষক ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ১৩০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।