Loading..

প্রেজেন্টেশন

২২ এপ্রিল, ২০২০ ০৪:১৭ অপরাহ্ণ

যাকাত, যাকাত ফরজ হওয়ার শর্ত এবং যাকাতের মাসারিফ

          ধনী ব্যক্তিদের নিসাব (নির্ধারিত) পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট  অংশ গরিব ও অভাবী লোকদের মধ্যে বিতরণ করে যাকাত  বলে।

          মুসলিম

           নিসাবের মালিক

           নিসাব মালিক যা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে

          ঋণগ্রস্থ নই

           এ অর্থ ১ বছর যাবত আমার নিকট আছে

           জ্ঞানী ব্যক্তি

           পূর্ণ বয়স্ক ব্যক্তি

          নিসাবের অর্থ- নির্ধারিত পরিমাণ।সারা বছর  জীবন যাত্রার প্রয়োজনীয়  ব্যয়  নির্বাহের  পর বছর শেষে যার হাতে  নিসআব পরিমাণ  সম্পদ উদ্বৃত্ত  থাকে তাঁকে বলা হয় সাহিবে নিসাব। 

          বৃষ্টির পানিতে জন্মালে ১/১০ ভাগ  আর সেচ প্রদান দ্বারা উৎপাদিত শষ্যের ১/২০ ভাগ হারে যাকাত দেয়া ফরজ । একে উশর বলা হয়।