Loading..

ম্যাগাজিন

২৫ এপ্রিল, ২০২০ ০৪:১৮ অপরাহ্ণ

'করোনা ভাইরাস প্রতিরোধ করি বোরো ধান কেটে ঘরে আনি।' করুনা কান্ত রায়, সহকারি শিক্ষক, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ,দিনাজপুর।

করোনা ভাইরাস রোগ (COVID-19) প্রাদুর্ভাবজনিত বৈশ্বিক মহামারির প্রভাব বাংলাদেশেও দেখা দিয়েছে। যার কারনে সারা দেশ আজ স্থবির হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সবকিছুই বন্ধ। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ গ্রহন করেছেন দেশকে এ দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য। এক দিকে করোনা ভাইরাস অপর দিকে কাল বৈশাখী ঝড়ের তান্ডব লীলা দেখা দিয়েছে। বোরো ধান ইতিমধ্যেই হাওড় অঞ্চলগুলোতে পাকতে শুরু করেছে।করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটের সৃষ্টি হয়েছে। তাই এই সংকট দূরীকরনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ ড মো গোলাম ফারুক স্যার (২১.৪.২০২০ খ্রি:) প্রজ্ঞাপনের পরিপেক্ষিতে বোরো ধান কেটে ঘরে নিয়ে আসার জন্য ইতিমধ্যে ছাত্র শিক্ষক, শিক্ষক বাতায়নের জেলা অ্যাম্বাসেডর সেরা কন্টেন্ট নির্মাতা, পুলিশ, আনসার ভিডিপি,  বিভিন স্বেচ্ছাসেবক সংগঠন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে  বিশেষ পরিবহনে আসা কৃষকেরা  বৃহত্তর সিলেট এবং কিশোরগঞ্জ ,নেত্রকোনা জেলার হাওড় অঞ্চলের জেলাসমুহে বোরো ধান কাটা শুরু করেছে। আশা করা যায় এই পদক্ষেপের কারনে সকলেই ৭ই মের মধ্যে বোরো ধান ঘরে আনতে পারবে বলে আমার বিশ্বাস। প্রয়োজনে বিদ্যালয়গুলোর ঘর, প্রাঙ্গন বাইরে থেকে আসা কৃষকেরা ব্যবহার করতে পারবে বলে সরকার ঘোষনা দিয়েছেন।  হাওড় এলাকায় বছরে একবারমাত্র ফসল ফলে । এই ফসল  আমাদের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। করোনাভাইরাস প্রভাবের ফলে আন্তির্জাতিক পর্যায়ে খাদ্য সংকট হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমুহ আশঙ্কা প্রকাশ করেছে। আসুন সকলে মিলে এই সংকট কালে মানুষের পাশে দাড়ায় । নিজে ভাল থাকি, মানুষকে ভাল রাখি এবং দেশকে ভাল ও নিরাপদ রাখি। 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি