Loading..

উদ্ভাবনের গল্প

২৯ এপ্রিল, ২০২০ ০৪:৫৩ পূর্বাহ্ণ

জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী ছাতক, সুনামগঞ্জের শিক্ষক শিক্ষার্থী মিলে অসহায় কৃষকের বৈশাখী ধান কাটতে সহায়তা করেন।

মাননীয় ডিজি মহোদয়ের নির্দেশে আজ ছাতক উপজেলার জনতা  উচ্চ বিদ্যালয় (কামরাঙ্গী), ছাতক সুনামগঞ্জ  এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম  অত্র স্কুলের  সহকারী শিক্ষক  জনাব মোঃ শাহনুর আলী, জনাব নাজির আহমদ, জনাব ফয়ছল আহমদ, এমএলএসএস জুবায়ের আলম ও বিভিন্ন ক্লাসের ৫০ জন ছাত্রকে নিয়ে চরমহল্লা,জাউয়া ও পান্ডারগাও  ইউনিয়নের  মধ্যবর্তী ডেকার হাওরে জনাব ইয়াকুব আলী নামের কৃষকের  সাথে ধান স্বেচ্চাশ্রমে কেটে দেয় হয় । আমাদের কাজে উৎসাহ জোগাতে আমাদের সাথে ধান কাটায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব জাহাঙ্গীর আলম,  ছাতক উপজেলার সুনামধন্য  মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব পুলিন চন্দ্র রায় । আরোও উপস্থিত ছিলেন জনাব কামাল উদ্দিন প্রধান শিক্ষক মল্লিকপুর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়, জনাব জামাল উদ্দিন সহকারী প্রধান শিক্ষক  হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নুরুল ইসলাম, বিদ্যুৎসাহী  সদস্য জনাব ফয়জুল কবীর আঙ্গুর, অভিভাবক সদস্য জনাব নুর মিয়া, জনাব আব্দুল আজিজ, পিটিএ সহসভাপতি জনাব দুদু মিয়া, তরুন সমাজসেবক জনাব সাদিক আহমদ, সাবেক এস এম সি সদস্য জনাব আবু বকর, প্রভাষক জনাব গৌসুল হক নাইম, সুনামগঞ্জ জেলার আইসিটি এম্বাসেডর জনাব আল আমিন, জনাব জাহাঙ্গীর হোসেন, দোয়ারা বাজার উপজেলার খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওঃ ফারুক আহমদ, মাওঃ আক্তার হোসাইন আতিক, চ্যানেল এস টিভির সাংবাদিক জনাব রাজ উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। ছাত্ররা ধান কাটতে গিয়ে বেশ আনন্দ পেয়েছে বলে জানায় । কাজটি তাদের খুব ভাল লেগেছে । এভাবে প্রতিটি বিদ্যালয় এগিয়ে আসলে এই করোনা দুর্যোগের মধ্যে অকাল বন্যার হাত থেকে হয়ত ফসল রক্ষা করা যাবে । আমাদের সাথে শিক্ষা অফিসার মহোদয়দের  পেয়ে আমরা সবাই অত্যন্ত আনন্দিত । প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং এই কাজ অব্যাহত রাখার জন্য সবাইকে অনুরোধ করেছেন ।