Loading..

খবর-দার

০৩ মে, ২০২০ ০৯:৩৯ অপরাহ্ণ

ট্রাইপড বা ভিডিও স্ট্যান্ড যাদের হাতে পৌছে দিচ্ছি কুরিয়ার সাভিস এর মাধ্যমে।

ময়মনসিংহ টিটি কলেজের সুমন হাবিব স্যারের ফেসবুজ মাধ্যমে জানতে পারি ট্রাইপড সংকট চলছে । এই করোনা মহামারীর কারনে দেশের সকল কোদান পাট বন্ধ রয়েছে। কিন্তুু সরকারী ভাবে অনলাইন ক্লামের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দ্বারাতে এগিয়ে আসা শিক্ষকগন নিজেকে যুক্ত করেছে এ মহান কাজে। তারই ধারাবাহিকতা হিসেবে ক্লাশ ভিডিও করতে কিছু ডিভাইস প্রয়োজন যা আমাদের অনেকেরই নিজস্বভাবে বাসায় নাই। ফেসবুকে শিক্ষক বাতায়নের কনটেন্ট নির্মাতা ও জেলা এম্বাসেডর গন এ বিষয়ে ট্রাইপডের চাহিদা বাড়াতে থাকেন । লোকাল দোকানীদের বিষয়টি নজরে আনার চেষ্ট করি এবং ১৫/১৬টি সংগ্রহ করি। সেগুলি বিভিন্ন জেলায় পাঠানোর প্রক্রিয়া চলছে এখন। ময়মনসিংহ টিটি কলেজের সহকারী অধ্যাপক জ্বনাব সুমন হাবীব স্যার, ময়মনসিংহ এর  শাহানারা আক্তার পলি ম্যাডাম,কিশোরগঞ্জ এর রোখসানা আপা, ময়মনসিংহ জেলা স্কুলের খুরশিদ আলম স্যার হাতে পেয়ে পুরোদমে ক্লাশ তৈরী করে যাচ্ছেন। আরও আছেন যেসব স্যার/ম্যাডামগন তারা হলেন,  সিলেটের ওমর ফারকান স্যার,মৌলভীবাজারের শ্যামল কুমার সিংহ স্যার,মাহমুদা মলী আপা,টাংগাইলের হেপি শাহানারা আক্তার আপা, বিপুল পন্ডিত স্যার, ফরিদপুরের সুর্না রায় লিপা দিদি,গোপালগঞ্জ এর মল্লিকা পাল দিদি, দিনাজপুরের শিরীন বকুল আপা, নওগার মোস্তাফিজ স্যার। আরও ৫/১০জন চাহিদা পাঠিয়েছেন। এদিকে দোকানের সব ট্রাইপড শেষ হয়ে আসছে। যদি অন্য জেলাও কোথায় এরকম ট্রাইপডের দোকান পাওয়া যায় তাহলে দয়া করে আমার ফোনে জানাবেন তাহলে সকলে সেখান হতে নিতে পারবে এবং অনলাইন ক্লাশ এগিয়ে যাবে। ধন্যবাদ শিক্ষক বাতায়ন ও এটুআই কে এমন একটি আস্থা ও বিশ্বস্থ প্লাটফর্ম তেরী করার জন্য । এ প্লাটফর্ম না থাকলে কখনও সম্ভব হতো না সবার হাতে ডিজিটাল ডিভাইস পৌছে দেওয়া।

লেখক: মো: ইয়ামিন হোসেন

আইসিটি শিক্ষক

ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়

কামারখন্দ,সিরাজগঞ্জ

এবং জেলা আইসিটিফরই এম্বাসেডর ও কনটেন্ট নির্মাতা(২০১৭)

ফোন:০১৭২৮৫৬৮০০০

[email protected]