Loading..

প্রেজেন্টেশন

০৮ মে, ২০২০ ০৭:৫২ অপরাহ্ণ

দৈনন্দিন জীবনে ও শিক্ষা জীবনে ইন্টারনেটের ব্যবহার

          দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার

          আমাদের দৈনন্দিন কোন কাজটি করার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় না।

          বিষয়টি ঘটেছে স্মার্ট ফোনের জন্য। ডেস্কটপ থেকে স্মার্টফোন পর্যন্ত সবকিছুই ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত।

          ট্যাবলেট ব্যবহার করে ই-বুক সত্যিকার বইয়ের মতো পড়া যায়

          ওয়াই-ফাই রাঊটার  দিয়ে ইন্টারনেট সার্ভিস পাওয়া যাচ্ছে।

          ইন্টারনেট ব্যবহার করে গেম খেলায় নতুন মাত্রা যোগ হয়েছে ।

          ইন্টারনেটের  ব্যান্ডউইথ বেড়ে যাওয়ায় যার সাথে কথা হয় তার ছবিও দেখা যাচ্ছে ।

          ই-মেইল কথাটির অর্থ ইলেক্ট্রনিক মেইল ইন্টারনেট ব্যরহার করে পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে তথ্য আদান-প্রদান ব্যবস্থাই হচ্ছে ই-মেইল

          এনসিটিবির ওয়েবসাইটে রাখা ই-বুক সাইড থেকে শিক্ষার্থীরা  সকল বই ডাউনলোড করে পড়তে পারবে।

          শিক্ষা সংক্রান্ত যে কোন তথ্য এখন সহজেই পাওয়া যায়-

          ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে।এমনকি ক্লাশরুম গুলিকেও এখন করা হয়েছে-ইন্টারনেট নির্ভর ।

          এখন  পরীক্ষার পর ভর্তির জন্যও ইন্টারনেট ব্যবহার করা হয়।

          এছাড়াও ইন্টারনেটের কল্যানে দেশের অসংখ্য স্কুল পরিচালনা (management) করা যায়

          আমরা যে কোন তথ্য খোজার জন্য কিছু সার্চ ইঞ্জিন ব্যবহার করব-বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন গুলোর মধ্যেঃ গুগোল, ইয়াহু, আস্ক, বিং

          এক সময় ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য সবকিছু ইংরেজিতে লিখতে হতো

          এখন বাংলাদেশে পিপীলিকা নামে বাংলা সার্চ ইঞ্জিন তৈরী হয়েছে ইচ্ছে করলেই বাংলাতে লিখেই প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট থেকে খুঁজে  নিতে পারবে