Loading..

উদ্ভাবনের গল্প

১৪ মে, ২০২০ ১২:৩৪ পূর্বাহ্ণ

ঘরে বসে মোবাইলের ট্রাইপড তৈরীর উপায়।

বর্তমান করুনা মহামারী পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমতাবস্থায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রানালয়, মাউশি,এটুআই ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় সংসদ টিভি ও কিশোর বাতায়ন ফেইসবুক পেইজ এ প্রাক প্রাথমিক হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রুটিন মাতাবেক নিয়মিত অনলাইন ক্লাস প্রচারিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষকরা তাদের যার যার অবস্থান হতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মধ্যমে অনলাইন ক্লাস প্রচার করছেন। যা নিসন্দেহে ইতিবাচক। আপনার বাসায় শুধুমাত্র একটি হোয়াইট বোর্ড ও একটি স্মার্ট মোবাইল থাকলে আপনিও একটি সফল অনলাইন ক্লাস করাতে সক্ষম হবেন। কিন্তু অনলাইন ক্লাস করাতে যে সকল সরঞ্জামাদি প্রয়োজন তারমধ্যে  ট্রাইপডও একটি বিবেচ্য বিষয়। যদি আপনার ক্যামেরা অথবা মোবাইলটি যথাযথ পজিশনে স্থিরভাবে স্থাপন করতে না পারেন তাহলে আপনার বোর্ড যাপসা দেখাতে পারে অথবা ক্যামেরার সাবজেক্ট বাকা তেরা হতে পারে। তখন হয়তোবা ক্লসটি শিক্ষার্থীদের মনোযোগ দরে রাখতে ব্যার্থ হতে পারে। লকডাউনের কারনে মার্কেট বন্ধ , ট্রাইপড পাচ্ছেন না? । মনে প্রবল ইচ্ছে অনলাইন ক্লাস করাবেন, কিন্তু মোবাইল রাখার ট্রাইপড নাই বলে থেমে থাকা যাবে না। অতপর নিজের বুদ্ধিতে মাম পানির বোতল দিয়ে একটি ট্রাইপড তৈরী করলাম। ঘরে বসে মোবাইলের ট্রাইপড তৈরীর একটি ভিডিও ইউটিউব লিংক এ দেয়া আছে। আপনিও ট্রাই করতে পারেন.....