Loading..

প্রকাশনা

১৩ আগস্ট, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

আমার স্বরচিত কবিতা--কবরের প্রশ্ন
কবরের প্রশ্ন ............ ............. সাড়ে তিন হাত মাঠির নিচে+নাম হল কবর,, মৃত্যুর পরে সবার তরে+হবে যে ঘর।। মুনকার-নকীর দুই ফিরেশতা+সাওয়াল করতে যাবে,, জওয়াব দিতে পারলে বন্ধু+শান্তি তবে পাবে।। প্রথম ধাপে তিনটি প্রশ্ন+করবে তারা ভাই,, ঈমানদার ছাড়া উত্তর দেয়ার+কোন উপায় নাই।। প্রথম প্রশ্ন মান রাব্বুকা+কে তোমার রব ? উত্তর হলো রাব্বি আল্লাহ+আল্লাহ আমার সব।। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা+কী তোমার দীন ? দীনী আল ইসলাম বলবে+ইসলামেই তোমার চিন।। তৃতীয় প্রশ্ন মান হাযাল রাজুল+এই ব্যাক্তি কে ? মা নাবিয়্যুকা বলতেও পারে+আছে মতামতে।। উত্তর হবে হাযা রাসুলুল্লাহ+ইনি আল্লাহর রাসুল,, সবাই মোরা প্রস্তুত থাকি+করবো না কেউ ভুল।। ধনী-গরীব,রাজা-বাদশা+কেউ রবে না ভবে,, সারে তিনহাত মাঠির নিচে +সবার যেতে হবে।। আসুন তাই তৈরী থাকি+কবর মাঝে যেতে,, কি আর হবে এই দুনিয়ায়+ রং-তামাশায় মেতে।।

আরো দেখুন