Loading..

উদ্ভাবনের গল্প

২৮ মে, ২০২০ ০৮:২৩ অপরাহ্ণ

ক্ষুদে উদ্যোক্তা -মোহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী, সহকারী শিক্ষক, সুলতান খান কান্দি স:প্রা:বি:, শিবচর, মাদারীপুর। মোবাইল নং ০১৭১৫২৯৫৯৫৪

গাজী মুসা সিদ্দিকী, ৩য় শ্রেণির একজন মেধাবী ছাত্র।  তার শখ ছবি আঁকা, ফুল ও ফলের বাগান করা। দুই বছর আগে সে তার বাবাকে বলে তাদের চাষী জমিতে একটি ফলের বাগান করে। বাগানটিতে বিভিন্ন ধরনের আম, মাল্টা ও আপেল কুল চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এখন সে কয়েকজন লোক শ্রমিক হিসেবে নিয়োগ করে। আজ সে একজন ক্ষুদে উদ্যোক্তা হিসেবে নিজের এলাকায় পরিচিতি লাভ করে। এই রকম বাগান দেখে তার এলাকায় ছোট ছোট ছাত্র-ছাত্রীরা বাগান করে আগ্রহ দেখায়। ছোট ছোট ছাত্র-ছাত্রীরাও এখন তার মতো ক্ষুদে উদ্যোক্তা হতে চায়।