Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০২ জুন, ২০২০ ০৫:০৪ পূর্বাহ্ণ

এ সপ্তাহেই উদ্ভোধন হতে যাচ্ছে "নেত্রকোনা অনলাইন স্কুল "


আজ এ বিষয়ে নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব, মঈনউল ইসলাম, ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  জনাব, মো:আব্দুল্লাহ  মাহমুদের সংঙ্গে দুই ধাপে  মিটিং  সমপন্ন হয়।  এর আগে ডিইও স্যারের সাথেও প্রথম ধাপের মিটিং সম্পন্ন হয়।    নেত্রকোণা অনলাইন স্কুলে অ্যাম্বাসেডরবৃন্দের পাশা-পাশি আরো অনেক উদীয়মান নবীন শিক্ষক কাজ করবেন এই প্লাটফর্মে ।এ লক্ষ্যে শিক্ষা প্রশাসনের সাথে ও শিক্ষার্থীদের জানান দেয়ার কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ চলতি মাসের  দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকেই  এই  আনুষ্ঠানিক লাইভ পাঠদান শুরু হবে।


পাঠদানের পুর্বেই জেলা প্রশাসক মহোদয় , ময়মনসিংহ টিটিসির  সুমন হাবীব স্যার,এটুআই এর ইয়ং প্রফেশনার অভিজিত সাহা, সুজন স্যার, সহ  এম্বাসেডর বৃন্ধ জুম মিটিং এর মাধ্যেমে নেত্রকোনা অনলাইন স্কুলের উদ্ভোধন করবেন। 


নেত্রকোণা জেলার পক্ষ থেকে আপনাদের/শিক্ষকবৃন্দকে/ শিক্ষার্থীদের/অভিভাবকদের আমাদের পেইজে চোখ রাখার অনুরোধ রইল। অ্যাম্বাসেডরবৃন্দ আপনাদের সার্বিক সাহায্য-সহযোগিতা প্রত্যাশা করছেন। 


#ফারুক আহাম্মেদ

সহকারী শিক্ষক ও জেলা এম্বাসেডর 

বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়,দুর্গাপুর, নেত্রকোনা ।

০১৯১২৪৩৬৬৮৪

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি