Loading..

খবর-দার

০২ জুন, ২০২০ ১০:৩৬ পূর্বাহ্ণ

সেরা হওয়ার অনুভূতিটাই আলাদা। Thanks a lot to Almighty Allah and my beloved a2i for making such a platform for the teachers.....

মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি "আলহামদুলিল্লাহ। "
মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ের a2i প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের জনপ্রিয় ওয়েব পোর্টাল "শিক্ষক বাতায়ন"। সেই ওয়েব পোর্টালে ডিজিটাল শিক্ষামূলক কাজের স্বীকৃতি স্বরুপ ১/৬/২০২০ ইং তারিখে পাক্ষিক "সেরা কনটেন্ট নির্মাতা" হিসাবে আমি নির্বাচিত হই। আজ থেকে আগামী ১৫/৬/২০২০ ইং তারিখ পর্যন্ত শিক্ষক বাতায়নে ছবিসহ আমার নাম ভাসতে থাকবে। শিক্ষকতা জীবনে এটা আমার অনেক নড় পাওয়া। পরশ্রম কখনো বৃথা যায় না। কষ্ট করলে কেষ্ট মেলে এটাই বাস্তব। অনেক পরিশ্রম করেছি। অনেক রাত নির্ঘুম কাটিয়েছি,ধৈর্য ধারণ করেছি, বাতায়নের সাথে থেকেছি, বাতায়নে কাজ করেছি। আজ আমার পরিশ্রম স্বার্থক। এজন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই a2i প্রকল্প ও এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে যারা দিন রাত পরিশ্রম করে শিক্ষকদের জন্য এমন একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা জানাই অভিজিত সাহা স্যার ও সুজন স্যারকে যারা আমার মতো অসংখ্য শিক্ষককে বাতায়নে কাজ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই প্যাডাগোজি রেটার মহোদয়, এডমিন মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতা মহোদয়, সকল জেলা অ্যাম্বাসেডর,সেরা উদ্ভাবক,সেরা নেতৃত্ব এবং বাতায়নের সাথে সংশ্লিষ্ট সকল স্যার ম্যাম ও অন্যান্য শিক্ষক মন্ডলীকে। যারা আমাকে নিয়মিত লাইক, রেটিং এবং মতামত দিয়ে সেরা হতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আইসিটি জগতে যারা আমার পথ প্রদর্শক: জনাব আবু ছালেহ মোহাম্মদ নোমান স্যার, জনাব মিসবাহ উদ্দিন স্যার, জনাব কামাল উদ্দিন স্যার, ও জনাব কবিরুল ইসলাম স্যারের প্রতি আমি চির কৃতজ্ঞ। যার হাত ধরে ছাতক উপজেলায় প্রাথমিক শিক্ষায় আইসিটি যাত্রা শুরু এবং যিনি সার্বক্ষণিক উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের ছাতক ইউ আর সি'র সুযোগ্য ইন্সট্রাকটর জনাব মোস্তফা আহসান হাবীব স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে মহান ব্যক্তির কর্মযজ্ঞ ছাতক উপজেলাকে সকল মানদণ্ডে ঊর্ধ্বমুখী করেছে, যিনি ছাতক উপজেলার কোথাও কোন ইনহাউজ প্রশিক্ষণের খবর জানলে স্বপ্রণোদিত হয়েই উপস্থিত হয়ে যান প্রশিক্ষণে, শুধু তাই নয় যিনি বিভিন্ন ইনহাউজ প্রশিক্ষণে আর্থিক সহযোগিতা করে আমাদেরকে কাজকে আরো বেগবান করেছেন : আমাদের ছাতক উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম কবির স্যারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমার সকল সহকর্মীদের প্রতি যারা আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সার্বক্ষণিক পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন। শিক্ষক বাতায়নের একজন সদস্য হিসেবে আমি গর্বিত, আনন্দিত। আমি শিক্ষক বাতায়নের সার্বিক সফলতা কামনা করছি।


মোহাম্মদ নিজাম উদ্দিন
সহকারী শিক্ষক
মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ছাতক, সুনামগঞ্জ।
সেরা কন্টেন্ট নির্মাতা (০১/০৬/২০২০)
মোবাইল নং-01718782723
ইমেইল: [email protected]