Loading..

প্রেজেন্টেশন

০৭ জুন, ২০২০ ০৯:১৫ অপরাহ্ণ

সুস্থ জীবনের জন্য খাদ্য--৩ যেসকল খাবার কম খাওয়া উচিত,পঞ্চম শ্রেনি,প্রাথমিক বিজ্ঞান।শাজাহান মোল্লা,চুনারুঘাট,হবিগঞ্জ।
img
Md.Shahjahan mulla

সহকারী শিক্ষক

প্রাথমিক বিজ্ঞান,পঞ্চম শ্রেনি।

সুস্থজীবনের জন্য খাদ্য

৩-যে সকল খাবার কম খাওয়া উচিত।

এ পাঠ শেষে শিক্ষার্থীরা---------------

কৃত্রিম রঙ ব্যবহার করা খাদ্যের নাম বলতে পারবে।

রাসায়নিক দ্রব্য ব্যবহার হয়েমন খাদ্যের নাম বলতে পারবে।

কৃত্রিম রঙ ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা খাদ্য গ্রহন করার ক্ষতিকর দিক বলতে পারবে।

রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ফল্পাকানোর অপকারিতা এবং জাঙ্কফুড গ্রহনের ক্ষতিকর দিক বলতে পারবে।