Loading..

উদ্ভাবনের গল্প

১৬ জুন, ২০২০ ১১:০৯ অপরাহ্ণ

আমি ও আমার স্কুল

আমার উদ্ভাবনীনেতৃত্বের গল্প

স্কুল নিয়ে অনেক স্বপ্ন দেখিশিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে ভলোবাসি।তাই স্কুলে হেসে খেলেআনন্দে পড়াশুনা শেখানোর কিছু চেষ্টা করি।যেমন-

 

১. নিজের চেষ্টাই স্কুলে  একটি চারুকারু কর্নার তৈরি করি

২. শ্রেণিশিক্ষক হিসেবে নিজহাতে শ্রেণিকক্ষ সাজিয়েছি

৩. দ্বিতীয় শ্রেণিতে মাঝেমধ্যে ছাত্রকে শিক্ষক বানিয়ে ক্লাশ করাই গনিতে দক্ষ হওয়ার জন্য

৪. চতুর্থ শ্রেণিতে বিভিন্ন Pair work, Group work করাই যাতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়

৫. মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ছবি আঁকা শেখাই

৬. বিভিন্ন শ্রেণিতে হাতের লেখা শেখাই

৭. নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাশ করি

৮. দ্বিতীয় শ্রেণিতে ছন্দে ছন্দে নামতা শেখাইএতে নামতা সহজে মনে রাখতে পারে

. চতুর্থ শ্রেণিতে Kims Game, Bingo Game, Missing word গেম এর মাধ্যমে ক্লাসে বৈচিত্র্যতা আনি

১০. চতুর্থ শ্রেণিতে মুজিববর্ষ উপলক্ষে One day one word  বোর্ড তৈরি করিযাতে প্রতিদিনের  word লেখা হয়

১১. চতুর্থ শ্রেণিতে একটি  Award Tree রোপন করি যাতে শিক্ষার্থীদের পারদর্শিতার Award ঝুলানো হয়

১২ .দ্বিতীয় শ্রেণিতে  গণিতে আমিই সেরা বোর্ড তৈরি করি।যাতে সর্বোচ্চ  Very good পাওয়া শিক্ষার্থীদের মাস শেষে নিজ খরচে পুরষ্কার প্রদান করি।এতে করে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পায়

১৩. দ্বিতীয় শ্রেণিতে আমার আঁকা আমার লেখা কর্নার তৈার করিযাতে শিক্ষার্থীদের  আঁকা ছবিলেখা ঝুলানো হয়এতে করে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায়

১৪.৫ম শ্রেণিকে বিভিন্ন পাঠে বক্তৃতার আয়োজন করিএতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পায়

১৫. চতুর্থ শ্রেণিতে বায়ু জায়গা দথল করে,বায়ুর ওজন আছে.খাবার স্যালাইন তৈরি করা পাঠগুলি প্র্যাকটিকেল করাইখুব মজা পায় তারা।