Loading..

প্রেজেন্টেশন

২০ জুন, ২০২০ ০৮:১৮ অপরাহ্ণ

৬ষ্ঠ শ্রেণি।। বাংলা ১ম পত্র।। গদ্য-মিনু ও সৃজনশীল ‍উত্তর লিখন কৌশল

৬ষ্ঠ শ্রেণির চারুপাঠ বিষয়ের গদ্য অংশের মিনু গল্পটি নিয়ে আলোচনা করা হলো। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সৃজনশীল কীভাবে লিখতে হয় তার এখানো দেখানো হয়েছে। কেননা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা কেবল ৫ম শ্রেণি উত্তীর্ণ হয়ে ৬ষ্ঠ শ্রেণিতে উঠেছে। এরই মধ্যে বিদ্যালয়ের ক্রীড়া ও শিক্ষাসফরসহ নানা সহপাঠ্যক্রমিক কার্যক্রমের জন্য জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে তো তেমন ক্লাসই হয়নি। তাই আমার এ উদ্যোগ।

গলেপ মিনু একজন এতিম, বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে। নিকট আত্মীয়ের বাড়িতে কাজকর্ম করে কোন রকম পেটভাতায় বেঁচে আছে। সে মনে মনে নিজের একটি আদালা জগৎ তৈরি করে নিয়েছে। শিশু মনের নানা লীলাখেলা চলে তার মধ্যে। চারপাশের নানা বিষয়বস্তু তার কাছে নতুন রূপে ধরা দেয়। নামও রাখে নিজের মনের মতো করে। এভাবেই তার জীবন চলে নানা ভাবনায় ও কল্পনায়।