Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ জুন, ২০২০ ০৩:১১ অপরাহ্ণ

করোনা ভাইরাস: খরচ কমাতে বাংলাদেশের কয়েকটি ব্যাংক কর্মীদের বেতন কাটছে, ক্ষুব্ধ কর্মচারীরা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার, তখন বাংলাদেশের কিছু বেসরকারি ব্যাংক তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাটতে শুরু করেছে।

ব্যাংকগুলো বলছে, আগে থেকেই খেলাপি ঋণের চাপ, তারল্য সংকট, তার ওপর ব্যবসা বাণিজ্যের অবনতির কারণে করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে তাদের ব্যবসা খাদের কিনারে এবং ব্যায় কমানো ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই, বেতন না কমালে ছাঁটাই করতে হবে।

সরকারি, বেসরকারি, বিদেশি প্রতিটি ব্যাংকের আয় প্রায় ৬৬% পর্যন্ত কমে যাওয়ায় ব্যাংকগুলোর সামনে এখন একটাই পথ, আর সেটা হল খরচ কমানো।

কয়েকটি ব্যাংক তাই খরচ কমাতে কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই করার পরিবর্তে তাদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে।

সামনের জুলাই মাস বেতন কাটার এই সিদ্ধান্ত কার্যকরের কথা রয়েছে।

হঠাৎ এমন সিদ্ধান্তে ওই ব্যাংকগুলোর কর্মচারীরা ক্ষুব্ধ হলেও চাকরি টিঁকিয়ে রাখতে প্রতিবাদ করতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা আক্ষেপ করে জানান, এই বেতন কাটার কারণে তার পুরো জীবনযাত্রার ওপর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, "কিছুদিন আগে আমার বাবা করোনাভাইরাসে মারা গেছেন। পরিবারের পুরো দায়িত্ব এখন আমার ওপর। এরমধ্যে বেতনও কমে যাচ্ছে। এখন আমাদের থাকা, খাওয়া সীমিত করে আনা ছাড়া উপায় নেই। কিছু বলতেও চাই না। কারণ চাকরিটা অন্তত থাকুক।"

তার মতো এমন বেতন কাটার ভোগান্তির কথা আরও কয়েকজন ব্যাংক কর্মকর্তা স্বীকার করলেও প্রতিষ্ঠান থেকে কড়া নিষেধাজ্ঞা থাকায় তারা অন-রেকর্ড কিছু বলতে চাননি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি