
সহকারী শিক্ষক

২২ জুন, ২০২০ ০৪:১৮ অপরাহ্ণ
সহকারী শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ সপ্তম
বিষয়ঃ English
অধ্যায়ঃ তৃতীয় অধ্যায়
সম্মানিত প্যাডাগোজি রেটারগণ, এডমিন প্যানেল, সেরা কনটেন্ট নির্মাতা, উদ্ভাবক এবং প্রাণের প্রিয় শিক্ষক বাতায়নের শিক্ষকমন্ডলী আস্সালামু আলাইকুম।
একজন শিক্ষক হিসেবে সরকারের নির্দেশিত নীতিমালা অনুযায়ী ও নিজের জ্ঞান , বিবেক , বুদ্ধি ও বিবেচনা দিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমার এ কার্য বাস্তবায়নের জন্য বাতায়ন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
আমার ৪৩ তম কনটেন্ট Prize- giving day at school.Class : VII_ Sub : EFT_ Unit: Three _Lesson: One দেখে মূল্যবান মতামতসহ লাইক এবং রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।