Loading..

প্রেজেন্টেশন

২৯ জুন, ২০২০ ০৮:২৩ অপরাহ্ণ

মূলধন ব্যয় (৩য় ও শেষ অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

মূলধন ব্যয়-Cost of Capital (Weighted Average Cost of Capital)


মূলধন ব্যয় (৩য় ও শেষ  অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

পাঠ পরিচিতি-*

বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং

শ্রেণি: ৯ম - ১০ম শ্রেণি

অধ্যায়: ০৬ - মূলধন ব্যয়

পৃষ্ঠাঃ- ৬৮ থেকে ৬৯



শিক্ষক পরিচিতি:

মনোয়ার হোসেন চৌধূরী।

B.Ed (NAEM), M.B.S (Accounting), B.B.S (Honors)

পদবীঃ সহকারি শিক্ষক (হিসাববিজ্ঞান)

মহানগর আইড়িয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা, ঢাকা।

মোবাইল নং-০১৯২০০০৩৬৯১।

https://www.facebook.com/mohive1

https://www.facebook.com/mohive


Page লিঙ্কঃ: https://www.facebook.com/mohive1990/


Class for Business Studies 

লিঙ্কঃ: https://www.facebook.com/watch/mohive...


ব্যাংক আমানত (১ম অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

লিঙ্কঃ https://youtu.be/55Reqs36RKg


মূলধন ব্যয় (১ম অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

লিঙ্কঃ https://youtu.be/55oG-jEKkrs


মূলধন ব্যয় (২য় অংশ-Ordinary Share Expenses )। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

লিঙ্কঃ https://youtu.be/zwyL8D753Ec


youtube playlists লিঙ্কঃ https://youtu.be/XtYayXg0jhA?list=PLv...



Video 2020 06 25 022106


গড় মূলধনী ব্যয়

শিখনফল-

এই পাঠ শেষে শিক্ষার্থীরা...

১) যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনে বিভিন্ন উৎসসমূহের অংশ নির্ণয় করতে পারবে।

২) গড় মূলধনী ব্যয় নির্ণয় করতে পারবে।


মোট মূলধনে বিভিন্ন উৎসের অংশ নির্ণয়ের সূত্রঃ


মোট মূলধন = ঋণ মূলধন + অগ্রাধিকার শেয়ার মূলধন + সাধারণ শেয়ার মূলধন


গড় মূলধনী ব্যয় = å(মূলধনসমূহের ব্যয় ´ মূলধনসমূহের অংশ) 

অর্থ্যাৎ, 

(ঋণ মূলধন ব্যয় ´ ঋণ মূলধনের অংশ) + (অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় ´ অগ্রাধিকার শেয়ার মূলধনের অংশ) + (সাধারণ শেয়ার মূলধন ব্যয় ´ সাধারণ শেয়ার মূলধনের অংশ) 


সূত্রের প্রয়োগঃ নিচের সমস্যাটির সমাধান কর… 

প্রিয়ন্তী টেক্সটাইল লিঃ এর পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা যার মধ্যে প্রতিটি ১০ টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন ৫ কোটি, ৬% অগ্রাধিকার শেয়ার ৩ কোটি এবং অবশিষ্ট ৮% ঋণ মূলধন। কোম্পানি এ বছর শেয়ার প্রতি ১ টাকা লভ্যাংশ প্রদান করে এবং প্রতি বছর ১০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়।

 প্রিয়ন্তী টেক্সটাইল লিঃ এর গড় মূলধনী ব্যয় নির্ণয় কর। 


সমাধানটি মিলিয়ে নাও…(১) 

উদ্দীপকে দেওয়া আছে,

ঋণ মূলধন ব্যয় = ৮%

অগ্রাধিকার শেয়ার ব্যয় = ৬%

সাধারণ শেয়ার মূল্য = ১০ টাকা 

সাধারণ শেয়ার প্রতি লভ্যাংশ = ১ টাকা 

লভ্যাংশ বৃদ্ধির হার = ১০%


করণীয়ঃ 

সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়।

মোট মূলধনে বিভিন্ন উৎসের অংশ নির্ণয়।

গড় মূলধনী ব্যয় নির্ণয়। 



মূলধন ব্যয়-Cost of Capital 

Weighted average cost of capital




সমাধানটি মিলিয়ে নাও…(৪) 

আমরা জানি, 

গড় মূলধনী ব্যয় = å(মূলধনসমূহের ব্যয় ´ মূলধনসমূহের অংশ) 

= (৮%´০.২) + (৬%´০.৩) + (২১%´০.৫)

= ১.৬% + ১.৮% + ১০.৫%

= ১৩.৯% 

অর্থাৎ… 

(ঋণ মূলধন ব্যয় ´ ঋণ মূলধনের অংশ) + (অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় ´ অগ্রাধিকার শেয়ার মূলধনের অংশ) + (সাধারণ শেয়ার মূলধন ব্যয় ´ সাধারণ শেয়ার মূলধনের অংশ) 





মূল্যায়নঃ

১। করের হার উল্লেখ না থাকলে ঋণ মূলধন ব্যয় কত হবে?

২। কর-সমন্বিত ঋণ মূলধন ব্যয়ের সূত্র কি?

৩। শেয়ার মূল্য 1টি হলে অগ্রাধিকার শেয়ার ব্যয় কত?

৪। শেয়ার মূল্য 2টি হলে অগ্রাধিকার শেয়ার ব্যয় কত?

৫। শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কি?

6। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কি?

7। লভ্যাংশ0 কি?

8। লভ্যাংশ1?

9। গড় মূলধনী ব্যয়ের সূত্র কি?




বাড়ির কাজ :

একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি, ঋণ মূলধন 200 কোটি ও অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি টাকা। ঋণের সুদ 10% ও অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের হার 8%, যার প্রতিটির লিখিত মূল্য 100 টাকা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজারমূল্য যথাক্রমে 255 ও 110 টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে প্রদত্ত লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পেয়েছে। কর হার 40% হলে, কোম্পানিটির গড় মূলধন ব্যয় কত? 


ধন্যবাদ 

সকলের সুস্বাস্থ্য

কামনায় 

আল্লাহ হাফেজ