Loading..

ভিডিও ক্লাস

০২ জুলাই, ২০২০ ০১:০৯ অপরাহ্ণ

Opening Ceremony of "Belkuchi Government Online College"

জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ -এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে "Belkuchi Government Online College" -এর পথ চলা শুরু। করোনা ভাইরাসের করাল গ্রাসে বাংলাদেশ তথা বিশ্ব এখন টালমাটাল। দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় তিন মাস হলো বন্ধ। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনা -এর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর ও a2i এর সার্বিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে কিশোর বাতায়নসহ অনেকগুলো অনলাইন স্কুল/কলেজ/মাদরাসা। তারই ধারাবাহিকতায় অনলাইন ক্লাস পরিচালনার প্রত্যয়ে বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ -এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে "বেলকুচি সরকারি অনলাইন কলেজ" -এর পথ চলা শুরু হয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন স্কুল/কলেজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করে বন্তব্য রাখেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, জনাব মোঃ ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ, জনাব মোঃ আবু তাহের, প্রভাষক (ইসলাম শিক্ষা) ও সম্পাদক, বেলকুচি সরকারি কলেজ শিক্ষক পরিষদ, বাবু ব্রজ গোপাল সাহা, প্রভাষক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাবু প্রনব কুমার ঘোষ, প্রভাষক (রসায়ন), বেলকুচি সরকারি কলেজ, জনাব মোঃ গোলাম ওয়ারেছ, ict4e জেলা অ্যাম্বাসেডর ও সহকারী শিক্ষক, তামাই ইসলামিয়া ফাজিল মাদরাসা, বেলকুচি, সিরাজগঞ্জ প্রমূখ। সুপ্রিয় শিক্ষার্থী, সন্মানিত শিকক ও অভিভাবকবৃন্দ এবং শিক্ষা পরিবাবের সকল সদস্যদের সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি "Belkuchi Government Online College" পেজ দেখার জন্য এবং উক্ত পেজের উন্নতি কল্পে সকলের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি।