Loading..

খবর-দার

০৫ জুলাই, ২০২০ ১১:০২ অপরাহ্ণ

বাংরেজি শিক্ষকের ইংরেজির সবক

বয়স ৪৩ এ পা দিলো আর শিক্ষকতার ১৮ বছরে অনেক ট্রেনিং করিয়েছি- করছি এমনভাবে ইংরেজি পড়াতে কখনো দেখিনি শুনিনি। যারা অংশগ্রহন করে নাই আসলেই দূর্ভাগ্য তাদের আর সেই ক্ষেত্রে আমি মনে করি আমি নিজে সৌভাগ্যবান।

এটুআইকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা আমার জানা নেই। অ্যাম্বাসেডর শিক্ষকদের জন্য তিনদিনের প্রশিক্ষণের এই আয়োজন ইংরেজি শিক্ষায় কতটা কার্যকর তা বলে শেষ করা যাবেনা। ছোট বেলায় মক্তবে হুজুররা বেত দিয়ে হোগলার মধ্যে বাড়ি দিলে চট চট আওয়াজ হতো আর আমরা জোড়ে জোড়ে পড়তাম। এই প্রশিক্ষনে ইয়াছির স্যারের হাতে চট চট আওয়াজ মক্তবের সেই সবকের কথা মনে করিয়ে দিলো। গুণগত শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক উচ্চারণ কতটা জরুরী তা শিক্ষকরাই ভাল জানে। এ ধরনের প্রশিক্ষণ সকল শিক্ষকদের জন্য জরুরী বলে আমি মনে করি। 

পরিশেষে বলতে চাই জীবনে যা শিখেছিলাম ‘ইংরেজি’ তা আসলে ছিল ‘বাংরেজি’ অর্থাৎ আমার ভাষায় বা মতে বাংলাদেশের ইংরেজি আর ইয়াছির স্যারের কাছ থেকে শিখলাম আসল ইংরেজির সবক, যেমনটা মোক্তবে হুজুররা ছোট বেলায় দিতো।

ধন্যবাদ প্রাণের বাতায়ন ও TESOL বাংলাদেশকে

  • মোহাম্মদ আজিম খান (রাজু)
  • সহকারী শিক্ষক
  • সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়
  • আদর্শ সদর উপজেলা, কুমিল্লা।
  • ০১৮৭৩-৬৩৬৩৩৮
  • [email protected]
  • জেলা অ্যাম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতা