করোনা পরিস্থিতি করনীয়

বর্তমানে সারা বিশ্বে করোনা পরিস্থিতির কারনে জীবণ স্থবির হয়ে পড়ছে। মানুষের জীবনযাত্রা চলার পথ ছন্দপতন ঘটেছে। এর প্রভাব আমাদের দেশে পড়ছে। প্রতিদিন করোনা ভাইরাস সংক্রনের হার বেড়েই চলেছে। এ জন্য সরকার সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্টান বন্ধ ঘোষনা করেছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার সঙ্গসদ টিভিতে ভার্চুয়াল ক্লাশ প্রচারিত করছে। এছাড়া ফেসবুকের কিশোর বাতায়নে সংসদ টিভির ক্লাশগুলো শ্যার করছে। এরই ধারবাহিকতায় বিভিন্ন বিভাগীয় অনলাইন স্কুল , জেলাভিত্তিক অনলাইন স্কুল এমনকি অনেক প্রতিষ্টনভিত্তিক অনলাইন স্কুল গড়ে ওঠেছে। আমরা নীলফামারী এম্বাসেডরবৃন্দ নীলফামারী অনলাইন স্কুল নামে একটি অনলাইন স্কুল প্রতিষ্টা করেছি। যেখানে নীলফামারীর জেলার শিক্ষকবৃন্দ ছাড়াও সারাদেশের বিভিন্ন জেলার স্বনামধন্য শিক্ষক লাইভ ক্লাশ নিচ্ছেন। অনলাইন ক্লাশ নিতে গিয়ে আমাকে অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে (বিদ্যুৎ, ইন্টারনেট)। তারপরেও এগিয়ে যাচ্ছি। দেশের এই ক্রান্তিকালে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারায় নিজেকে গর্বিত মনে করছি। আপনার সবাই এগিয়ে আসুন, নিজে ক্লাশ নিতে না পারলে অন্যভাবে সহযোগীতা করুন। যেমন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা যুদ্ধে যেতে পারেনি তারা অনেকে মুক্তিযোদ্ধাকে আশ্র্য দিয়েছে, খেতে দিয়েছে, পথ দেখিয়ছে। তেমনি এই দুঃসময়ে আমাদেরকে ও এগিয়ে আসতে হবে।

মতামত দিন


সৈয়দা শাহীনুুর পারভীন
লাইক, রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন । আমার আপলোডকৃত কন্টেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের অনুরোধ রইল।

মো: রজব আলী
পূর্ণ রেটিংসহ অসংখ্য শুভকামনা । আমার কনটেন্টগুলো দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

মো: ইব্রাহীম হোসেন
ঘরে থাকুন সুস্থ থাকুন। লাইক ও পূর্ণ রেটিং সহ অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্টগুলো দেখে লাইক, রেটিং ও মতামত দেয়ার জন্য অনুরোধ রইলো।

মোছাঃ লাকী আখতার পারভীন
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা । আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত দেওয়ার জন্য অনুরোধ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

Purnima Das
ঘরে থাকুন, সুস্থ্ থাকুন। শ্রেণি উপযোগী সুন্দর কনটেন্ট তৈরীর জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্ণরেটিং ও লাইকসহ শুভকামনা। আমার এই পক্ষের কন্টেন্ট দেখে মতামত রেটিং দেওয়ার অনুরোধ করছি।
সাম্প্রতিক মন্তব্য