Loading..

প্রকাশনা

২৫ সেপ্টেম্বর, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

ইসলাম
ইসলাম ইসলাম একটি দ্বীন বা পূর্ণাঙ্গ জীবনব্যাবস্থা।এটি মানুষের জন্য মহান আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান।কিভাবে একজন মানুষ তার জীবনের প্রতিটি দিক পরিচালনা করবে,ইসলাম তার নির্দেশনা দিয়েছে। মানুষের ব্যাক্তিগত,পারিবারিক,সামাজিক,অর্থনৈতিক,রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবন কেমন হবে ইসলাম তার নীতিমালা বর্ণনা করেছে ।আর যে ব্যক্তি আল্লাহর মনোনীত এ জীবনব্যবস্থাকে গ্রহন করে সেই হল একজন মুসলিম । আল্লাহর মনোনীত ইসলামের এ নীতিমালা ও মূল বিষয়সমুহকে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী কর্মে পরিণত করার নাম ঈমান । যার মধ্যে এ ঈমান আছে সেই হল মু’মিন । এর দ্বারা প্রমাণিত হয় ইসলাম ও ঈমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । ইসলামের মূলভিত্তি—৫টিঃ- ১/ কালিম বা ঈমান। ২ / সালাত বা নামাজ। ৩/সাওম বা রোযা। ৪ / হজ্জ্ব । ৫/ যাকাত। ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্যঃ— ক) সমাজে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি মানুষের আনুগত্য প্রতিষ্ঠা করা। খ) মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা । গ) এ জীবনব্যাবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানব সমাজে কল্যান স্থাপন করা । ঘ)জীবনের সর্বক্ষেত্রে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা । ঙ)আল্লাহ ও রাসুলের প্রতি পূর্ণ আত্নসমর্পন করার মাধ্যমে পরকালীন মুক্তি অর্জন করা । আসুন আমরা সবাই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে জীবনটাকে ধন্য করে তুলি ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি