Loading..

নেতৃত্বের গল্প

১২ জুলাই, ২০২০ ০১:৩৬ অপরাহ্ণ

বিভিন্ন র্অজন ও হাতিরদিয়া ছাদত আলী আর্দশ উচ্চ বিদ্যালয়

অত্র বদ্যিালয়টি প্রতষ্ঠিার পর হতে সুদীর্ঘ কাল ধরে অত্র এলাকায় শিক্ষার আলো বিতরণ করে আসছে। বিদ্যালয়রে র্অজন অনেক, আমরা শুধু তারই ধারাবাহকিতা ধরে রাখার চেষ্টা করছি। যার ফলশ্রুতিতে ২০১৭ খ্রি. মনোহরদী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) ২০১৮ খ্রি. মনোহরদী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) ২০১৯ খ্রি মনোহরদী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) ২০১৯ খ্রি. মনোহরদী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) হওয়ার গৌরব লাভ করে। বিদ্যালয়ের শিক্ষার্থী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকল প্রতিযোগিতায় অংশ গ্রহণ এবং পুরস্কার লাভ করছে। এতে করে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের ভাব সৃষ্টি হয়।শিক্ষার্থীদের সাহস, উদারতা, বুদ্ধিমত্বা, নিয়মানুবর্তিতা, একাগ্রতা বৃদ্ধি পায়।ভবিষ্যতে করনীয় কি, তা বুঝতে পারে।বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনের মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ লাভ করে ,যা ভবিষ্যতের যোগ্য নাগরিক হয়ে নিজেকে গড়ে উঠতে অবশ্য প্রয়োজন।আমি শিক্ষার্থীদের এ ব্যপারে সর্বাত্মক সহযোগিতা করছি। আমি এ প্রতিষ্ঠানের প্রধান হিসেব নিজেকে গৌরবান্বিত বোধ করছি।