Loading..

খবর-দার

১৪ জুলাই, ২০২০ ১০:১৫ পূর্বাহ্ণ

ছাতকে মাধ্যমিক শিক্ষা অফিসারের আহবানে জুম মিটিং সম্পন্ন।
১৩/০৭/২০ ইং রোজ সোমবার রাত আটটায় ছাতক উপজেলার মাননীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব পুলিন চন্দ্র রায়ে মহোদয়ের আহবানে উপজেলার প্রতিষ্ঠান প্রধান ও ICT4E Ambassador দের সমন্বয়ে এক মতবিনিময় সভা জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। যুক্ত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ সুয়েব আহমদ । এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন ছাতক উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান শিক্ষক/ প্রিন্সিপাল মহোদয়গণ। তন্মধ্যে সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নাসির উদ্দিন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আতাউর রহমান, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু রায়হান, মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ছয়ফুল আলম , হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ এইচ এম কামাল, পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোস্তাবুর রহমান মোস্তাক, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ICT4E Ambassador জনাব কবিরুল ইসলাম, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ICT4E Ambassador জনাব কামাল উদ্দিন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল গনি, মুক্তিরগাঁও জামেয়া মোহাম্মদীয়ার সুপার জনাব মখছুছুর রহমান, ICT4E Ambassador জনাব মহি উদ্দিন, জনাব অজয় কৃষ্ণ পাল, জনাব শাহীন আলম,জনাব মোঃ মাসুম আহমদ , জনাব কমলকান্ত রায় তালুকদার,জনাব সাজাদ মিয়া । দীর্ঘদিন পর একে অন্যকে ভার্চুয়ালভাবে দেখার সুযোগ পাওয়ায় শিক্ষা অফিসার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয় । শিক্ষা অফিসার জনাব পুলিন চন্দ্র রায় অনলাইন স্কুল কার্যক্রম অব্যাহত রাখার জন্য সবাইকে আহবান জানান এবং সুনামগঞ্জ অনলাইন স্কুলে ক্লাস দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেন । সবাইকে সুনামগঞ্জ অনলাইন স্কুলের পেইজে লাইক দিয়ে ক্লাস শেয়ার করে শিক্ষার্থীদের কাছে পৌছে দেয়ার আহবান জানানো হয় । সুনামগঞ্জ অনলাইন স্কুলের পেইজের লিংক
https://web.facebook.com/SunamganjOnlineSchool/
এত সুন্দর একটি মিটিং এর আয়োজন করায় স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি । আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ছাতক তথা সুনামগঞ্জের শিক্ষাকে এগিয়ে নিতে অংগিকারাবদ্ধ ।