Loading..

প্রকাশনা

০৫ অক্টোবর, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যায়---
দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যায়---এজন্য প্রয়োজন মনকে স্থির করা---কেননা মন ভালতো সব ভালো---আর প্রথমেই নিজেকে জানতে হবে-সেই সাথে হতে হবে তৎপর আত্মনির্মাণে---কেননা আত্মনির্মাণের পথেই মানুষ তার মেধা বিকশিত করে পরিণত হয় অনন্য মানুষে........ আত্মনির্মাণ-নিঃসন্দেহে বড় মাপের ব্যাপার---আর যে কোন বড় নির্মাণ বা স্থাপনার ভিত্তি হচ্ছে ছোট ছোট ইট---আর জীবন গড়ার জন্য এই ছোট ছোট ইটকে সাজাতে সাহায্যে করাই হলো আমাদের(শিক্ষকের) কাজ........ সমস্যাহীন জীবন—জীবনই নয়---সমস্যা আছে বলেই তো জীবনের ছন্দ আছে---তবে সমস্যা-এই শব্দটি আমরা ব্যবহার করবো না---আমাদের ফুলকলিদের জন্য আমরা নেতিবাচকতা পরিহার করবো---সমস্যার পরিবর্তে আমরা সম্ভাবনা এই শব্দটি ব্যবহার করবো---কেননা নেতিবাচক মানসিক প্রভাবে ইষ্টিম সিসটেম দূর্বল হয়ে পড়লেই দেহ রোগাক্রান্ত হয়ে পড়ে---আর একজন শিক্ষক হিসেবে আমি কখনোই নেতিবাচক মন মানসিকতাকে সমর্থন করতে পারি না---তাই একটাই চাওয়া আমাদের ফুলকলিগুলো যেন ইতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে বেড়ে উঠতে পারে........... একজন শিক্ষক হচ্ছেন সুন্দর মন ও সুন্দর জীবন গড়ার সুনিপুন শিল্পী---শুধু তাই নয়-একজন শিক্ষকই পারে একটা নিষ্পাপ শিশুর মাঝে আত্মবিশ্বাসের বীজ রোপণ করতে---যা কোনো (শিক্ষকরূপী)নীতি বিবর্জিত মানুষের পক্ষে সম্ভব নয়---নীতি বিবর্জিত মানুষ পশুর সমতুল্য........... আমার চাওয়া-এই সমস্ত নীতি বিবর্জিত পশুর কালো ছায়া থেকে যেন এই শিক্ষাঙ্গন রক্ষা পায়---নির্যাতনের দায়ে কোনো শিক্ষকরূপী পশুকে যেনো আমাদের আর দেখতে না হয়---শিশু নির্যাতনের কারণে কোনো শিক্ষককে যেন আদালতের কাঠগড়ায় কিংবা বিবেকের কাঠগড়ায় কখনো দাঁড়াতে না হয়---ছোট ছোট কোমল চারাগুলো যেন বেড়ে উঠে ফুলে ফলে ভরে উঠে---কোনো চারা যেন অকালে শুকিয়ে না যায়---একজন সচেতন নাগরিক হিসেবে এই চাওয়াগুলো যেনো আমাদের সবার হয়................... সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা--------- (উম্মে সখিনা)

আরো দেখুন