Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ জুলাই, ২০২০ ০৭:০৩ অপরাহ্ণ

মুজিব জন্মশতবর্ষ-২০২০ উপলক্ষ্যে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) " বঙ্গবন্ধুর ঐতিহাসিক কালজয়ী ৭ মার্চের ভাষণ " এর আলোকচিত্র।

১৯৭১ সালের ৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দান)  লক্ষ জনতার  এক বিশাল জনসমাবেশে প্রত্যক্ষ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন-

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম

৭ মার্চের ভাষণে তিনি আরও বলেন-

                   “মনে রাখবা, রক্ত যখন দিতে শিখেছি, রক্ত আরো দিবো, এ দেশের মানুষকে মু্ক্ত কর ছাড়বো ইনশাল্লাহ।”

“প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবিলা করতে হবে।

বঙ্গবন্ধুর এই আহবানের পর সারা দেশব্যাপী শুরু হয় মুক্তিযুদ্ধের রণ প্রস্তুতি, সশস্ত্র সংগ্রামে ঝঁপিয়ে পড়ার  এক দফার অসহযোগ আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর কালজয়ী ঐ ঐতিহাসিক ভাষনটি আজও বাঙালি জাতিকে উদ্দীপ্ত উজ্জীবিত করে। প্রায় ঊনিশ( ১৯) মিনিটের ১০৯৫ শব্দের এই ভাষণটি বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিল।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি  জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার”-এ অন্তর্ভুক্ত:

২০১৭ সালের ৩০ অক্টোবর, বঙ্গবন্ধুর  ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার”-এ  অন্তর্ভূক্ত হয় এবং

এই ভাষণটিই পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ।

উপস্থাপনায়:

শ্যামল কুমার সাহা

প্রঅষক, ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়

ফকিরহাট, বাগেরহাট।

আইডি: [email protected]





আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি