Loading..

প্রেজেন্টেশন

২৫ জুলাই, ২০২০ ০৪:০৭ অপরাহ্ণ

কোয়ান্টাম সংখ্যা

পরমানুর যেকোনো সুনির্দিষ্ট ইলেকট্রন কোন শক্তিস্তরে অবস্থান করছে, শক্তিস্থরের আকার বৃত্তাকার না উপবৃত্তাকার, শক্তিস্তরের কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাশ এবং ইলেকট্রন নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাটার দিকে না বিপরীত দিকে আবর্তন করে এসব প্রকাশের জন্য কয়েকটি সংখ্যার অবতারনা করা হয়েছে আর এসব সংখ্যা গুলোকেই কোয়ান্টাম সংখ্যা বলে।

এবার আসি কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা আসলে কি কাজ করতে পারি। কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা পরমানুর বর্ণালিতে সৃষ্ট সূক্ষ রেখার উৎপত্তি ব্যাখ্যা করতে পারি। রেখা বর্ণালির সূক্ষরেখার বিভক্ত হয় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তার কারণ ব্যাখ্যা করতে পারি পরমানুর ম্যাগনেটিক ধর্ম কে ব্যাখ্যা করতে পারি।

এবার আসি কোয়ান্টাম সংখ্যাকে কতভাবে বিভক্ত করা যায় অর্থাৎ কতগুলো সংখ্যা দ্বারা আসলে একটি ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরুপে প্রকাশ করা যায়। একটি ইলেকট্রনের অবস্থান প্রকাশের জন্য ৪ টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। এগুলো হলোঃ
১। প্রধান কোয়ান্টাম সংখ্যা ( Principal Quantum Number)
২। সহকারী কোয়ান্টাম সংখ্যা ( Subsidiary Quantum Number)
৩। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ( Magnetic Quantum Number)
৪। স্পিন কোয়ান্টাম সংখ্যা ( Spin Quantum Number)

এখন আসি কোয়ান্টাম সংখ্যা গুলোর বিশ্লেষণে-