ইন্সট্রাক্টর
২৬ জুলাই, ২০২০ ০৯:৪৫ অপরাহ্ণ
পানি সরবরাহ ও ড্রেনেজ পদ্ধতি সন্মদ্ধে জ্ঞাত হবে।
টাইপঃ কারিগরি শিক্ষা
শ্রেণিঃ একাদশ
বিষয়ঃ সিভিল ড্রাফটিং উইথ ক্যাড ১
অধ্যায়ঃ দ্বাদশ অধ্যায়
ট্রেড- ড্রাফটিং সিভিল, শ্রেণি-একাদশ, বিষয়- সিভিল ড্রাফটিং - ১ (১ম পত্র) বিষয় কোড- ৮২৬১১, অধ্যায়-১২, অধ্যায় শিরোনাম- পানি সরবরাহ ও ড্রেনেজ পদ্ধতি সর্ম্পকে জ্ঞাত হবে, তাত্ত্বিক ক্লাস।
১২.১ বাথরুম ও রান্নাঘরের পানি সরবারহ পদ্ধতি বর্ণনা করতে পারবে।
১২.২ বাড়িতে পানি সরাবরাহ পাইপ লাইনের লে-আউট করতে পারবে।
১২.৩ গেট ভাল্ব, ষ্টপ কক, বিব কক বর্ণনা করতে পারবে।
১২.৪ ভবনের ড্রেনেজ পদ্ধতি বর্ণনা করতে পারবে।
১২.৫ সয়েল পাইপ ভেন্ট পাইপ ওয়াষ্ট ওয়াটার পাইপ, ফ্লোর ট্রাপ বর্ণনা করতে পারবে।
১২.৬ আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ সম্পকে বর্ণনা করতে পারবে