প্রভাষক
২৭ জুলাই, ২০২০ ১২:৩৬ অপরাহ্ণ
আফবাউর নীতি ও হুন্ডের নীতি
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ একাদশ
বিষয়ঃ রসায়ন ১ম পত্র
অধ্যায়ঃ দ্বিতীয় অধ্যায়
আউফবাউ নীতি ব্যাখ্যা সহ
আউফবাউ নীতিঃ “ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে তারপর ক্রমান্বয়ে উচ্চশক্তির
অরবিটালে প্রবেশ করে।”
ব্যাখ্যাঃ
উপরের ডায়াগ্রাম থেকে…
1s<2s<2p<3s<3p<4s<3d<4p<5s
– – – – – – –
অর্থাৎ 1s22s22p63s23p64s23d104p65s2
এভাবে e– অরবিটালে প্রবেশ করবে।
(n+l) রুলঃ (n+l) এর মান যে অরবিটালের কম সেই অরবিটালটি নিম্নশক্তির অরবিটাল, তার মধ্যেই আগে e– প্রবেশ করবে। দুটি অরবিটালের (n+l) এর মান একই হলে যার n এর মান কম সেই অরবিটালটি নিম্নশক্তির অরবিটাল।
যেমনঃ 2s,2p,3p,4s,3d
n + l এর মান
2s –> 2 + 0 = 2
2p –> 2 + 1 = 3
3p –> 2 + 1 = 4
4s –> 2 + 0 = 4
3d –> 2 + 2 = 5
শক্তির ক্রমানুসারে 2s<2p<3p<4s<3d