Loading..

ম্যাগাজিন

২৮ জুলাই, ২০২০ ০১:৩৮ পূর্বাহ্ণ

আই সি টি অগ্রযাত্রায় আমরা

সুনামগঞ্জের আই সি টিকে এগিয়ে নিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেসব আইকন শিক্ষকদের সাথে আজ অনেকক্ষণ কাটালাম। আলোচনার বিষয় ছিলো কীভাবে সুনামগঞ্জ জেলায় আরও শিক্ষক-শিক্ষিকাগণকে শিক্ষক বাতায়নে  সক্রিয় করা যায়। বাতায়নের সদস্য আরও কীভাবে বৃদ্ধি করা যায়। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মিছবাহ উদ্দিন ICT4E সুনামগঞ্জ জেলা এম্বাসেডর ও সেরা কণ্টেণ্ট নির্মাতা, জনাব মোঃ আলামীন ICT4E সুনামগঞ্জ জেলা এম্বাসেডর, জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ICT4E জেলা এম্বাসেডর সুনামগঞ্জ।করোনাকালীন সময়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে শিক্ষক- শিক্ষিকাগণকে কীভাবে বাতায়নের সদস্য করা যায় ও মানসম্মত কণ্টেণ্ট তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফয়জুল হক সহ বেশ কয়েকজন শিক্ষক- শিক্ষাকাকে zoom app এ যুক্ত করে আলোচনা করা হয়। যারা ইতিমধ্যে বাতায়নের সদস্য আছেন তাদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য অনুরোধ করা হয়। অনলাইন ক্লাসের মান কীভাবে আরও বৃদ্ধি করা যায় এবং আরও বেশি শিক্ষক ও শিক্ষার্থী সম্পৃক্ত করা যায় সে সম্পর্কে বিস্তর আলোচনা হয়।   

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি