Loading..

প্রেজেন্টেশন

রিসেট

২৮ জুলাই, ২০২০ ০৬:৫৪ অপরাহ্ণ

যবেহ

বিসমিল্লাহ্‌-হির-রাহমানির-রাহিম। 

এই প্রেজেন্টেশন'টিতে দাখিল অষ্টম শ্রেণীর "আকাইদ ও ফিক্‌হ" বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাঠ - যবেহ্‌ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের তারিখঃ ২৮ জুলাই, ২০২০, পবিত্র ঈদ-উল-আযহা আসন্ন, এই সময়ে যবেহ্‌ সম্পর্কিত এই আলোচনাটি শিক্ষার্থীদের জন্যে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি। সর্বোপরি, শিক্ষার সাথে প্রায়োগিক ব্যাপারগুলো যখন মিলিত হয় তখনই শিক্ষার উদ্দেশ্য পরিপূর্ণ হয়। এই পাঠ থেকে শিক্ষার্থীরা যবেহ্‌ এর সংজ্ঞা, আভিধানিক অর্থ, শর্ত, প্রকারভেদ ও যবেহ্‌'র মাসনুন তরীকা সম্পর্কে জানতে পারবে।

সম্মানিত শিক্ষকবৃন্দের কাছে গঠনমূলক সমালোচনা ও মন্তব্য আশা করছি। প্রেজেন্টেশনটি সুন্দরভাবে দেখতে ডাউনলোড করুন। মহান আল্লাহ তা'য়ালা যেন আমাদের সকল সৎ প্রচেষ্টা কবুল করেন।


ধন্যবাদন্তে,

মুহাম্মদ ইউনুছ

সুপার

নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদরাসা

ছাগলনাইয়া, ফেনী।

ই-মেইলঃ younus01818591777@gmail.com

মন্তব্য করুন