Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ জুলাই, ২০২০ ১২:২১ পূর্বাহ্ণ

পারিবারিক সংস্কার ও মূল্যবোধ

আমার পরিবারে কারো জন্মদিন হলে সেদিন পাঁচ রকমের ভাজা,ডাল,মাছের মাথা,ঘন্ট,মাংস,রুইমাছ ভাজা,আলুভাজাসহ আরো অনেক কিছু রান্না করতে হয়।সাথে পায়েস ,দই,মিষ্টি তো থাকবেই।এটি আমার শাশুড়ির কাছ থেকে শেখা পারিবারিক নিয়ম যা বাসায় যে কেউ থাকলেই তার জন্য প্রযোজ্য হয় ,যদি সেদিন তার জন্মদিন হয়।

এটি অনেক কষ্টের কিন্ত আনন্দেরও।পরিবারের নিয়ম কানুন রক্ষা করাও যে আমাদের দায়িত্ব সেটি শিক্ষার্থীদের শেখানোই আমার উদ্দেশ্য। পাশাপাশি এতো খাবার অবশ্যই দরিদ্রদের সাথে শেয়ার করা হয়। পারিবারিক ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

আরো দেখুন