Loading..

খবর-দার

৩১ জুলাই, ২০২০ ০৮:১৫ পূর্বাহ্ণ

আগামিকাল ঈদ-উল-আযহা

  আগামিকাল ঈদ-উল-আযহা। মহান সৃষ্টিকর্তার প্রতি ত্যাগ-তিতিক্ষার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে ইসলামের অন্যতম এই ধর্মীয় উৎসবটি পালন করবে মুসলিম সম্প্রদায়। পশু কুরবানির মাধ্যমে নিজের ভিতরের রিপু-অহংকারকে ত্যাগ করে মহান আল্লাহর দরবারে স্থাপন করবে নিজেকে।

  

ঈদ-উল আযহা
আবু জাফর বিঃ

ঈদ পবিত্র, ঈদ খুশির, ঈদ আনন্দের,
ঈদ ক্ষমার, ঈদ প্রার্থনার, ঈদ মিলনের।
জিলহজের দশতারিখে এল ঈদুল আযহা,
ধনী-গরীব সবার মনে আনন্দ আর মজা।

হিংসা বিদ্বেষ ভুলে, নাও গুরু জনের দীক্ষা,
ত্যাগ আর বিলিয়ে দেওয়া কোরবাণীর শিক্ষা।
আগে মনের পশুত্বকে করতে হবে কোরবাণী,
মুসলিম জাতির জন্য এটাই হলো জোরবাণী।

রাগ অনুরাগ যতই থাকুক, হৃদয় যত পাষান,
ভাইয়ের সাথে ভাই মিলবে, ভুলে অভিমান।
দ্বীন-দুঃখীনির মুখে আজ ফুটছে সুখের হাসি,
তাইতো মনে আনন্দ আজ এলো ঈদের খুশি।

এককাতারে পড়বে নামাজ আজ ঈদের দিনে,
নামাজ শেষে কোলাকোলি করবে সবার সনে।
ঈদ মুসলমানের বড়ই খুশির, পবিত্র উৎসব,
আবাল-বৃদ্ধ বাদশা-ফকির, সবার মুখেই রব।