Loading..

খবর-দার

০৩ আগস্ট, ২০২০ ০৯:৪১ পূর্বাহ্ণ

ঘরে বসেও পথ দেখানো সম্ভব

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ,মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃ”ক বাস্তবায়নাধীন এবং ইউ.এন.ডি.পি এর সহায়তায় পরিচালিত এটুআই ও গুগল এর সমন্বয়ে,গ্রামীনফোনের স্পনসরে আয়োজিত বাংলাদেশে করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারীর সময় ”ঘরে বসেও পথ দেখানো সম্ভব”এ স্লোগান কে সামনে রেখে Bangladeshchallenge : crowdsource mapping initiative ক্যম্পেইন অনুষ্ঠিত হয়।সারাদেশ থেকে প্রায় ৩২০০০ (বত্রিশ হাজার) প্রতিযোগী বাংলাদেশ চ্যালেঞ্জ এ অংশগ্রহন করে ১ লক্ষ ১০ হাজার লোকেশন গুগল ম্যাপ ও ওগেন স্ট্রিট ম্যাপে যুক্ত করা হয়। লোকেশন যুক্ত করার উপর পয়েন্ট এর ভিত্তিতে প্রতিযোগীদের মধ্য থেকে TOP -100 নির্বাচিত করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি ভার্চুয়াল পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইপস্থিত থেকে TOP -100 বিজয়ীদের নাম ঘোষনা করেন। উক্ত প্রতিযোগীতায় আমিও অংশগ্রহন করি এবং TOP -100 বিজয়ী হয়।