Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

০৩ আগস্ট, ২০২০ ১২:৪৮ অপরাহ্ণ

রাসায়নিক বন্ধন
রাসায়নিক বন্ধন
পরমানু সমূহ যে আকর্ষনী বলের সাহায্যে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন অনু তৈরি করে, তাদেরকে রাসায়নিক বন্ধন বলে।
# রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি কি?
গঠন প্রকৃতি অনুসারে রাসায়নিক বন্ধন চার প্রকার যথা –
(ক) তড়িৎযোজী বা আয়নিক বন্ধন
(খ) সমযোজী বা সহযোজী বন্ধন
(গ) সন্নিবেশ বন্ধন
(ঘ) ধাতব বন্ধন
এছাড়া একই বা ভিন্ন পদার্থের পরমানুর মধ্যে দুর্বর আকর্ষণের উপর ভিত্তি করে দুই প্রকার বন্ধন দেখা যায়। যথা –
(ক) হাইড্রোজেন বন্ধন
(খ) ভ্যানডার ওয়ালস বল।


মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট