Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

০৩ আগস্ট, ২০২০ ০১:১৯ অপরাহ্ণ

মুদ্রা ধাতু

মুদ্রা ধাতু


যে সকল ধাতু ব্যবহার করে মুদ্রা তৈরি করা হয় তাকে মুদ্রা ধাতু বলা হয়। পর্যায় সারণির গ্র্রুপের ১১ তে অবস্থিত মৌল - তামা (Cu), রুপা (Ag) ও সোনা (Au) ইত্যাদি হচ্ছে অতি মুল্যবান ও উজ্জল ধাতু। এই মুদ্রা ধাতু সমূহ দেখতেও সুন্দর হয় তাই এই সকল ধাতু ব্যবহার করে মুদ্রা তৈরি করে তা দ্বারা পণ্য ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে।

প্রাচীন কাল থেকে এই সকল মুদ্রা ধাতু সমূহের ব্যবহার করা হয়ে আসছে।


মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট