
প্রভাষক

০৩ আগস্ট, ২০২০ ০১:১৯ অপরাহ্ণ
প্রভাষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ রসায়ন
অধ্যায়ঃ চতুর্থ অধ্যায়
মুদ্রা ধাতু
যে সকল ধাতু ব্যবহার করে মুদ্রা তৈরি করা হয় তাকে মুদ্রা ধাতু বলা হয়। পর্যায় সারণির গ্র্রুপের ১১ তে অবস্থিত মৌল - তামা (Cu), রুপা (Ag) ও সোনা (Au) ইত্যাদি হচ্ছে অতি মুল্যবান ও উজ্জল ধাতু। এই মুদ্রা ধাতু সমূহ দেখতেও সুন্দর হয় তাই এই সকল ধাতু ব্যবহার করে মুদ্রা তৈরি করে তা দ্বারা পণ্য ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে।
প্রাচীন কাল থেকে এই সকল মুদ্রা ধাতু সমূহের ব্যবহার করা হয়ে আসছে।