
প্রভাষক

০৩ আগস্ট, ২০২০ ০১:৩৭ অপরাহ্ণ
প্রভাষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ রসায়ন
অধ্যায়ঃ চতুর্থ অধ্যায়
ইলেকট্রন আসক্তি ( Electron Affinities):
গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্বক আয়নে পরিনত করতে যে শক্তি নির্গত হয় তাকে ঐ মৌলের ইলেকট্রন আসক্তি বলে।ইলেকট্রন
ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম।
পারমাণবিক ব্যাসার্ধ্যের সাথে সাথে ইলেকট্রন আসক্তিও পরিবর্তন হয়।
পর্যায় সারণির বাম থেকে ডান দিকে গেলে ইলেক্ট্রন আসক্তি বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচ দিকে গেলে ইলেক্ট্রন আসক্তি হ্রাস পায়