Loading..

উদ্ভাবনের গল্প

০৩ আগস্ট, ২০২০ ০৫:২০ অপরাহ্ণ

বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাউন্সেলিং করা------

সবাইকে শুভেচ্ছা। আমি নির্মল মৃধা, আমার উদ্ভাবনী গল্প দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজ আমি কাউন্সেলিং বিষয় নিয়ে বলতে চাই।

শারীরিক ভাবে আমরা অসুস্থ হলে ডাক্তারের পরামর্শে সুস্থ হয়ে উঠি। জীবনের বেশির ভাগ ক্ষেত্রে আমরা কাউন্সেলিং এর মাধ্যমে উপকার পাই। আমরা অনেক সময় আমাদের মনের কথাগুলো সঠিক জায়গায় বলতে না পেরে ভুল সিদ্ধান্ত নিই। আর জীবনে ছোট একটা ভুল সিদ্ধান্তের কারণে আমাদের জীবন তছনছ হতে পারে।

কাউন্সেলিং এমন একটা বিষয় – একজন ব্যক্তির নিকটে খুব সহজে, নিরাপদে সবকিছু বলে সুন্দর একটা সমাধান আশা করা যায়।

আমরা শিক্ষকরা আমাদের বিদ্যালয়ে এটা প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে শিক্ষককে অবশ্যই ডাইনামিক হতে হবে এবং শিক্ষার্থীর নিকটে গ্রহণযোগ্য হতে হবে। শিক্ষকদের বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কাউন্সেলিং করতে হবে। আমাদের বিদ্যালয়ে আমরা প্রয়োগ করে দেখেছি এই পদ্ধতি খুবই ফলপ্রসূ।

তাই আপনিও  আপনার বিদ্যালয়ে প্রয়োগ করে দেখতে পারেন, আশা করি আমাদের শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, পাবলিক পরীক্ষা গুলোতে ভালো ফলাফল করবে এবং ঝরে পড়া রোধ হবে। সকলের সুস্থতা কামনায়-

নির্মল মৃধা

সহঃ শিক্ষক (বিজ্ঞান)

শহীদপুর খান এ সবুর মা/বি

তেরখাদা,খুলনা।

মোবাঃ ০১৭৪০৬২৫৭০২