Loading..

খবর-দার

০৭ আগস্ট, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ

সুশোভন নয় এমন প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে যাবে


সুশোভন নয় এবং আমাদের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ আগস্টের মধ্যে এসব স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত একটি চিঠি সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কিছু প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে, যা সুশোভন নয় এবং ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হচ্ছে। এসব স্কুলের নাম পরিবর্তন করে দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শোভনীয় নামকরণের প্রস্তাব যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগামী ৩০ আগস্টের মধ্যে পাঠাতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।


সম্প্রতি নীলফামারী সদর উপজেলার মানুষ মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মানুষ গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। দেশে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৬২০টি।