Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১১ আগস্ট, ২০২০ ০৯:১৯ অপরাহ্ণ

রোবটিকস (Robotics)

রোবটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। New Collegiate ডিকশনারীর মতে “রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে অথবা এর কাজ দেখে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে। সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেবল, এজন্য তাকে রোবটিক্সের জনক। রোবটের নিজস্ব কোনো বুদ্ধি নেই। মানুষ তার প্রয়োজনে রোবট তৈরি করেছে।

রোবটিক্সের ব্যবহার

সম্পাদনা ম্যানুফ্যাকচারিং বিপজ্জনক কাজে(যেমন: বোমা ডিফিউজড করতে) ভারী শিল্প কারখানায় পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষার কাজেমেইল ডেলিভারিরর কাজেঝুঁকিপূর্ণ কাজেনিরাপত্তার কাজে পুলিশের সাহায্যকারী হিসেবে চিকিৎসায়সামরিক ক্ষেত্রে মহাকাশ গবেষণায় ঘরোয়া কাজে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি