Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ আগস্ট, ২০২০ ০৭:৪০ পূর্বাহ্ণ

বর্তনী / তড়িৎ বর্তনী, সুবিধাজনক কোন বর্তনী

মানুষের চলার জন্য যেমন পথের প্রয়োজন তেমনি বিদ্যুত প্রবাহের চলার জন্যও পথের প্রয়োজন। বিদ্যুৎ প্রবাহ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। 

বর্তনী ২ প্রকার। যথা-

১.সিরিজ বর্তনী

২.সমান্তরাল বর্তনী

সিরিজ বর্তনীতে পর পর সবগুলো সংযোগ অনুক্রমিক বিন্যাসেে যুক্ত থাকে বলে বিয়ে বাড়িতে এ সংযোগ ব্যবহৃত হয়। কিন্তু সমান্তরাল বর্তনীতে সংযোগগুলো সমান্তরালে সংযুক্ত থাকে। পৃথককৃত সুইচ থাকে, সকল বাতি সমান উজ্জ্বল হয়ে জ্বলে, একটি নষ্ট হলেও অন্যগুলো সচল থাকে বলে সমান্তরাল বর্তনী গৃহে, অফিসে ব্যবহার সুবিধাজনক।                                  

আরো দেখুন